বইয়ের নাম -তিতাস একটি নদীর নাম (Titas Ekti Nadir Naam) ।
লিখেছেন – অদ্বৈত মল্লবর্মণ (Adwaita Mallabarman)।
ফাইল ফরম্যাট – PDF।
তিতাস একটি নদীর নাম (Titas Ekti Nadir Naam by Adwaita Mallabarman) অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস ।
তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস। এই একটি উপন্যাস লিখে লেখক খ্যাতি অর্জন করেন। এই উপন্যাসে গ্রামের দরিদ্র মালো শ্রেণীর লোকজনের দুঃখ-দুর্দশার কাহিনী ফুটিয়ে তুলেছেন। পরবর্তীকালে এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়। (উইকি)