বইয়ের নাম – রামায়ণ (লঙ্কাকাণ্ড) ।
লিখেছেন – কৃত্তিবাস ওঝা ।
বইয়ের ধরন – মহাকাব্য ।
ফাইল ফরম্যাট – PDF ।
পঞ্চদশ শতাব্দীর বাঙালি কবি কৃত্তিবাস ওঝা রামায়ণ বাংলা ভাষায় অনূদিত করেন । এই রামায়ণে প্রধান বৈশিষ্ট্য হল এটি পাঁচালীর আকারে পয়ার ছন্দে রচিত এবং মূল সংস্কৃত রামায়ণের পুরোপুরি আক্ষরিক অনুবাদ নয়।
রামায়ন মহাকাব্য খুব বড় হওয়ার জন্য এখন রামায়ণের ৭ টি কাণ্ড কে ভাগ করে ৭ টি বই তে দেওয়া হলো ।যাতে পড়তে সুবিধা হয় ।
এই রামায়ণ (লঙ্কাকাণ্ড) -এ রয়েছে :-
- শুক সারণ কর্ত্তৃক শ্রীরামের সৈন্যাদি দর্শন ও বিভীষণাদি কর্ত্তৃক নিগ্রহ
- শুক সারণ সমীপে শ্রীরাম কর্ত্তৃক রাবণের র্ভৎসনা
- শুক সারণের কটক চর্চ্চিয়া প্রত্যাগমন
- শুক সারণ কর্ত্তৃক শ্রীরামের প্রশংসা ও কটকের পরিচয় দান
- শুক সারণের প্রতি রাবণের কোপ
- কটক চর্চ্চিতে শার্দ্দূলের গমন
- শ্রীরামের মাহাত্ম্য বর্ণন
- রাবণ কর্ত্তৃক সীতাকে শ্রীরামের মায়ামুণ্ড প্রদর্শন
- মায়মুণ্ড দর্শনে সীতার বিলাপ
- নিকষা কর্ত্তৃক রাবণের প্রতি উপদেশ
- বানরগণ কর্ত্তৃক লঙ্কার দ্বার রক্ষা করণের নির্ণয়
- দেবগণের অন্তরীক্ষে আগমন ও হর-পার্ব্বতীর কোন্দল
- অঙ্গদ রায়বার
- রাবণের প্রতি অঙ্গদের উপদেশ
- রাবণের মুকুট লইয়া অঙ্গদের শ্রীরাম চন্দ্রের নিকট গমন
- শ্রীরামের সহিত অঙ্গদের কথোপকথন
- ইন্দ্রজিতের সহিত যুদ্ধে শ্রীরাম লক্ষ্মণের নাগপাশে বন্ধন
- শ্রীরাম-লক্ষ্মণকে নাগপাশে বন্ধন দর্শনে সীতাদেবীর বিলাপ
- শ্রীরাম লক্ষ্মণের নাগপাশ হইতে মুক্তিলাভ
- ধূম্রাক্ষের যুদ্ধ ও পতন
- অকম্পনের যুদ্ধ ও পতন
- বজ্রদংষ্ট্রের যুদ্ধ ও পতন
- প্রহস্তের যুদ্ধ ও পতন
- রাবণের প্রথম দিবস যুদ্ধে গমন
- রাবণ সৈন্যের পরিচয়
- রাবণের প্রথম দিবস যুদ্ধ
- রাম রাবণের প্রথম যুদ্ধ
- কুম্ভকর্ণের অকালে নিদ্রাভঙ্গ ও রাবণের সহিত কথোপকথন
- কুম্ভকর্ণের যুদ্ধযাত্রা
- কুম্ভকর্ণের যুদ্ধ
- সুগ্রীব কর্ত্তৃক কুম্ভকর্ণের নাসা-কর্ণচ্ছেদন
- শ্রীরামের সহিত কুম্ভকর্ণের যুদ্ধ ও মৃত্যু
- কুম্ভকর্ণের মৃত্যু শ্রবণে রাবণের রোদন
- নরান্তক, দেবান্তক, মহোদর, ত্রিশিরা, অতিকায় ও মহাপাশের যুদ্ধ ও মৃত্যু
- অতিকায়ের যুদ্ধারম্ভ
- অতিকায়ের যুদ্ধ ও মৃত্যু
- অতিকায়াদি চারি পুত্রের মৃত্যু শ্রবণে রাবণের রোদন
- রাবণের নিকট ইন্দ্রজিতের দ্বিতীয়বার যুদ্ধে যাইবার অনুমতি গ্রহণ
- ইন্দ্রজিতের দ্বিতীয়বার যুদ্ধে গমনোদ্যোগ
- ইন্দ্রজিতের নিকুম্ভিলা যজ্ঞানুষ্ঠান ও দ্বিতীয়বার যুদ্ধে গমন
- ইন্দ্রজিতের সহিত যুদ্ধে বিভীষণ ও হনুমান ব্যতীত সসৈন্যে শ্রীরাম ও লক্ষ্মণের পতন
- শ্রীরাম লক্ষ্মণাদির রক্ষা নিমিত্ত বিভীষণ, হনুমান ও জাম্ববানের মন্ত্রণা
- ঔষধ আনিতে হনুমানের যাত্রা
- হনুমান কর্ত্তৃক পর্ব্বতের স্তব
- হনুমান কর্ত্তৃক ঔষধ আনয়ন এবং শ্রীরাম, লক্ষ্মণ ও বানরগণের প্রাণদান
- লঙ্কার দ্বার রুদ্ধ দেখিয়া শ্রীরামের মন্ত্রণা ও দ্বিতীয়বার লঙ্কাদগ্ধ করিতে অনুমতি দান
- কুম্ভ ও নিকুম্ভাদির যুদ্ধ ও পতন
- কুম্ভ-নিকুম্ভ বধ
- মকরাক্ষের যুদ্ধ ও পতন
- তরণীসেনের যুদ্ধ ও পতন
- বীরবাহু, ধুম্রাক্ষ এবং ভস্মাক্ষের যুদ্ধে গমন ও পতন
- ইন্দ্রজিতের তৃতীয়বার যুদ্ধে গমন
- মায়াসীতা বধ
- বিভীষণ কর্ত্তৃক ইন্দ্রজিতের মরণোপায় কথন
- ইন্দ্রজিতের নিকুম্ভিলা-যজ্ঞ ভঙ্গ
- লক্ষ্মণ কর্ত্তৃক ইন্দ্রজিৎ বধ
- ইন্দ্রজিতের মরণে দেবগণের আনন্দ
- ইন্দ্রজিতকে বধ করিয়া লক্ষ্মণের প্রত্যাগমন
- ইন্দ্রজিতের মৃত্যুতে শ্রীরাচন্দ্রের আনন্দ
- ইন্দ্রজিতের যুদ্ধে লক্ষ্মণের অঙ্গক্ষত হওয়াতে সুষেণ কর্ত্তৃক ঔষধ প্রদান
- ইন্দ্রজিতের মৃত্যু শ্রবণে রাবণের বিলাপ
- মন্দোদরীর বিলাপ
- রাবণের সীতাবধে উদ্যম এবং মন্দোদরী কর্ত্তৃক নিবারণ
- রাবণের দ্বিতীয়বার যুদ্ধে গমন
- রাবণের দ্বিতীয়বার যুদ্ধ
- লক্ষ্মণের শক্তিশেলে পতন
- লক্ষ্মণের শক্তিশেলে শ্রীরামচন্দ্রের বিলাপ
- হনুমানের গন্ধমাদন পর্ব্বতে ঔষধ আনয়নার্থ গমন
- হনুমান কর্ত্তৃক গন্ধকালী অপ্সরা উদ্ধার ও কালনেমী বধ
- রাবণের আদেশে সূর্য্যের উদয়াচলে গমন ও হনুমান কর্ত্তৃক সূর্য্যকে কক্ষে ধারণ
- হনুমানের গন্ধমাদন পর্ব্বত লইয়া লঙ্কা-যাত্রা
- সুষেণ কর্ত্তৃক ঔষধ প্রয়োগে লক্ষ্মণের জীবন রক্ষা
- সূর্য্যদেবের মুক্তিলাভ
- মহীরাবণের লঙ্কায় আগমন ও রাবণের সহিত মন্ত্রণা
- রাবণ ও মহীরাবণের মন্ত্রণা শ্রবণ করিয়া বিভীষনের রাম লক্ষ্মণের রক্ষা বিধান
- মহীরাবণের মায়াযুদ্ধ দ্বারা শ্রীরাম লক্ষ্মণকে হরণ
- শ্রীরাম লক্ষ্মণের অন্বেষণে হনুমানের পাতালপুরে গমন
- মহামায়া কর্ত্তৃক হনুমানকে রাম লক্ষ্মণের উদ্ধারের উপদেশ দান
- অহীরাবণ বধ
- রাবণের তৃতীয়বার যুদ্ধে আগমন
- ইন্দ্র কর্ত্তৃক রথ প্রেরণ
- শ্রীরামের সহিত রাবনের যুদ্ধারম্ভ
- রাবণের অম্বিকা-স্মরণ
- অম্বিকার স্তব
- রাবণের স্তবে সন্তুষ্ট হইয়া অম্বিকার অভয় দান
- রাবণ বধের নিমিত্ত ব্রহ্মা কর্ত্তৃক দেবীর অকালবোধন ও ষষ্ঠ্যাদি কল্পারম্ভ
- শ্রীরামচন্দ্রের দুর্গোৎসব
- নবমী পূজা
- নীলপদ্ম আনয়নের মন্ত্রণা
- শ্রীরামচন্দ্র কর্ত্তৃক দেবীর স্তব ও হনুমানের নীলপদ্ম আনয়ন
- দেবী কর্ত্তৃক একটী পদ্ম হরণ
- শ্রীরামচন্দ্র কর্ত্তৃক পুনর্ব্বার কালিকার স্তব
- দেবীর প্রতি শ্রীরামের স্তুতিবাক্য
- দেবীর প্রতি শ্রীরামের নিবেদন
- শ্রীরামচন্দ্র কর্ত্তৃক দেবীকে নিজ চক্ষু দিবার সঙ্কল্প ও দেবী কর্ত্তৃক নিবারণ
- রাবণ বধের জন্য শ্রীরামের প্রতি দেবীর আদেশ ও দশমী পূজা সমাপন
- রাবণের মঙ্গলার্থ বৃহস্পতির চণ্ডী পাঠ ও হনুমান কর্ত্তৃক চণ্ডী অশুদ্ধ করণ
- হনুমান কর্ত্তৃক রাবণের মৃত্যুবাণ হরণ
- রাবণ বধ
- রাবণের নিকট শ্রীরামের রাজনীতি শিক্ষা
- বিভীষণের রোদন
- মন্দোদরীর রোদন
- শ্রীরামের নিকট মন্দোদরীর চিরায়ত্ব বর লাভ
- মন্দোদরীর পরিচয় দান ও চিরায়ত্বের ব্যবস্থা
- রাবণের সৎকার ও মুক্তি
- বিভীষণের অভিষেক
- সীতাকে রাবণের নিধন বার্ত্তা জ্ঞাপন ও সীতার প্রতি মন্দোদরীর অভিশাপ
- সীতার অগ্নি-পরীক্ষা
- শ্রীরামচন্দ্রের সীতা গ্রহণ
- দশরতের শ্রীরাম-সম্ভাষণ ও ভরতের প্রতি বরদান
- ইন্দ্র কর্ত্তৃক বানরগণের জীবন দান
- শ্রীরামচন্দ্রের স্বদেশ যাত্রা
- লক্ষ্মণ কর্ত্তৃক সেতু ভঙ্গ
- শ্রীরামের শিবপূজা ও ভরদ্বাজ আশ্রমে গমন
- শ্রীরামের স্বদেশ গমন ও স্বজন সম্ভাষণ
- শ্রীরামের কৈকেয়ী সম্ভাষণ
- শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক
- শ্রীরামের কল্যাণার্থ দেবকণ্যাদির আগমন
- রাম-সীতা কর্ত্তৃক বানরগণকে পুরস্কার প্রদান
- হনুমানের বক্ষঃ বিদারণ ও অস্থিমধ্যে রাম নাম প্রদর্শন
- হনুমানের অন্নভোজন ও বিভীষণাদির স্বদেশ গমন