রামায়ণ (আরণ্যকাণ্ড) -কৃত্তিবাস ওঝা । Ramayana (Aranya Kanda) By Krittibas Ojha

বইয়ের নাম – রামায়ণ (আরণ্যকাণ্ড) ।
লিখেছেন – কৃত্তিবাস ওঝা ।
বইয়ের ধরন – মহাকাব্য ।
ফাইল ফরম্যাট – PDF ।

রামায়ণ (আরণ্যকাণ্ড)
আরণ্যকাণ্ড

পঞ্চদশ শতাব্দীর বাঙালি কবি কৃত্তিবাস ওঝা রামায়ণ বাংলা ভাষায় অনূদিত করেন । এই রামায়ণে প্রধান বৈশিষ্ট্য হল এটি পাঁচালীর আকারে পয়ার ছন্দে রচিত এবং মূল সংস্কৃত রামায়ণের পুরোপুরি আক্ষরিক অনুবাদ নয়।

রামায়ন মহাকাব্য খুব বড় হওয়ার জন্য এখন রামায়ণের ৭ টি কাণ্ড কে ভাগ করে ৭ টি বই তে দেওয়া হলো ।যাতে পড়তে সুবিধা হয় ।

এই রামায়ণ (আরণ্যকাণ্ড) -এ রয়েছে :-

  1. চিত্রকূট পর্ব্বতে শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণের অবস্থিতি ও রাক্ষসের উৎপাত জন্য তথা হইতে মুনিগণের প্রস্থান
  2. অত্রিমুনির আশ্রমে শ্রীরামের গমন ও উক্ত মুনিপত্নীর নিকট সীতার জন্মাদি কথন এবং রামচন্দ্র কর্ত্তৃক বিরাধ রাক্ষস বধ
  3. শরভঙ্গ মুনির আশ্রমে শ্রীরামচন্দ্রের গমন ও মুনি কর্ত্তৃক ইন্দ্রের ধনুর্ব্বাণ দান এবং মুনির স্বর্গে গমন
  4. দশ বৎসরকাল নানা বনে ভ্রমণান্তর শ্রীরামচন্দ্রের পঞ্চবটী-বনে অবস্থিতি
  5. শ্রীরামকে বিবাহ করিতে সূর্পণখার ইচ্ছা ও লক্ষ্মণ কর্ত্তৃক তাহার নাসা কর্ণ ছেদন
  6. শ্রীরামচন্দ্র কর্ত্তৃক চতুর্দ্দশ রাক্ষস-সেনাতি বধ
  7. শ্রীরামের সহিত যুদ্ধ করিতে খর ও দূষণের আগমন
  8. শ্রীরামের সহিত যুদ্ধে দূষণের মৃত্যু
  9. শ্রীরামের সহিত যুদ্ধে খরের মৃত্যু
  10. সূর্পণখা কর্ত্তৃক রাবণকে রাক্ষস বধ ও সীতার সংবাদ দান
  11. সীতা হরণ করিতে রাবণকে মারীচের নিষেধ
  12. রাবণের প্রতি মারীচের সুমন্ত্রণা প্রদান
  13. মারীচের মায়ামৃগ রূপ ধারণ
  14. মায়ামৃগ রূপধারী মারীচ বধ
  15. ব্রহ্মচারীবেশে রাবণ কর্ত্তৃক সীতা হরণ
  16. জটায়ুর সহিত রাবণের যুদ্ধ
  17. সুপার্শ্ব পক্ষী কর্ত্তৃক রাবণের লঙ্কা-গমনে বাধা দান
  18. শ্রীরাচন্দ্রের বিলাপ ও সীতার অন্বেষণ
  19. জটায়ুর মুখে সীতার বার্ত্তা শ্রবণ ও জটায়ুর স্বর্গলাভ
  20. জটায়ুর উদ্ধার
  21. কবন্ধ এবং শবরীর স্বর্গগমন

Leave a Comment