বইয়ের নাম – মহাভারত (সভাপর্ব্ব) ।
লিখেছেন – কাশীরাম দাস ।
বইয়ের ধরন – মহাকাব্য ।
ফাইল ফরম্যাট – PDF ।

আনুমানিক ষোড়শ-সপ্তদশ শতাব্দী বাঙালি কবি কাশীরাম দাস (কাশীদাস) সংস্কৃত মহাকাব্য মহাভারত বাংলা পদ্যে অনুবাদ করেছিলেন।এই মহাভারতই বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় মহাভারত ।
মহাভারত মহাকাব্য খুব বড় হওয়ার জন্য এখন মহাভারতের ১৮ টি পর্ব্ব কে ভাগ করে ১৮ টি বই তে দেওয়া হলো ।যাতে পড়তে সুবিধা হয় ।
০১.আদিপর্ব্ব
০২.সভাপর্ব্ব
০৩.বনপর্ব্ব
০৪.বিরাটপর্ব্ব
০৫.উদ্যোগপর্ব্ব
০৬.ভীষ্মপর্ব্ব
০৭.দ্রোণপর্ব্ব
০৮.কর্ণপর্ব্ব
০৯.শল্যপর্ব্ব
১০.গদাপর্ব্ব
১১.সৌপ্তিকপর্ব্ব
১২.ঐষিকপর্ব্ব
১৩.নারীপর্ব্ব
১৪.শান্তিপর্ব্ব
১৫.অশ্বমেধ পর্ব্ব
১৬.আশ্রমিক পর্ব্ব
১৭.মুষলপর্ব্ব
১৮.স্বর্গারোহণ পর্ব্ব
মহাভারতের সব বই একসাথে দেখতে এখানে কিল্ক করুন
এই মহাভারত (সভাপর্ব্ব) এ রয়েছে :-
- ময়দানব কর্ত্তৃক ইন্দ্রপ্রস্থে সভাগৃহ নির্মাণ
- যুধিষ্টিরের সভায় নারদের আগমন ও প্রশ্নচ্ছলে উপদেশ প্রদান
- নারদ কর্ত্তৃক লোকপালগণের সভা বর্ণন
- শ্রীকৃষ্ণকে আনয়নার্থ যুধিষ্ঠিরের দূত প্রেরণ
- শ্রীকৃষ্ণ-যুধিষ্ঠির সংবাদ
- জরাসন্ধের জন্মবৃত্তান্ত
- ভীমার্জ্জুকে লইয়ে শ্রীকৃষ্ণের গিরিব্রজে প্রবেশ
- জরাসন্ধের সহিত ভীমের যুদ্ধ
- জরাসন্ধ বধ ও রাজগণের কারামোচন
- অর্জ্জুনের দিগ্বিজয় যাত্রা
- ভীমের দিগ্বিজয়
- সহদেবের দিগ্বিজয়
- নকুলের দিগ্বিজয়
- যুধিষ্ঠিরের রাজ্য-বর্ণন
- ইন্দ্র প্রস্থে শ্রীকৃষ্ণের আগমন
- রাজসূয় যজ্ঞ প্রসঙ্গ
- রাজসূয়-যজ্ঞ আরম্ভ
- দেবগণকে নিমন্ত্রণ করিতে অর্জ্জুনের যাত্রা
- বাসুকি নিমন্ত্রণে অর্জ্জুনের পাতালে প্রবেশ
- দ্রুপদ রাজার আগমন
- হিড়িম্বা ও ঘটোৎকচের আগমন
- দুই সতীনে ঝগড়া
- দক্ষিণ ও পূর্ব্বদ্বারে বিভীষণের অপমান
- শ্রীকৃষ্ণ কর্ত্তৃক চারিজন রাজার প্রাণদান
- উত্তর ও পশ্চিম দ্বারে বিভীষণের অপমান
- শ্রীকৃষ্ণের বিশ্বরূপা দর্শনে সকলের মূর্চ্ছা
- রাজগণের যজ্ঞ-সভায় প্রবেশ
- শিশুপালের কৃষ্ণনিন্দা
- শিশুপালের প্রতি যুধিষ্ঠির ও ভীষ্মের বাক্য
- ভীষ্ম কর্ত্তৃক শিশুপালের জন্ম-বৃত্তান্ত কথন ও শিশুপালের ক্রোধ
- শিশুপাল বধ ও যুধিষ্ঠিরের রাজসূয়যজ্ঞ সমাপন
- যজ্ঞান্তে দুর্য্যোধনের স্বগৃহে গমন
- দ্যূত-ক্রীড়ার মন্ত্র
- যুধিষ্ঠিরের সহিত শকুনির প্রথমবার দ্যূতক্রীড়া ও শকুনির জয়লাভ
- ধৃতরাষ্ট্রের প্রতি বিদুরের উক্তি
- ভ্রাতৃবর্গ ও দ্রৌপদীকে পণ করণ ও যুধিষ্ঠিরের পরাজয়
- পঞ্চ পাণ্ডবকে সভাস্থ করণ
- দ্রৌপদীকে আনিতে প্রতিকামীর গমন
- দ্রৌপদীর প্রশ্ন
- দুঃশাসনের দ্রৌপদী-সমীপে গমন ও তাঁহার কেশাকর্ষণ পূর্ব্বক সভায় আনয়ন
- সভাজন প্রতি বিকর্ণের উত্তর
- দুঃশাসন কর্ত্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণ ও দ্রৌপদী কর্ত্তৃক শ্রীকৃষ্ণের স্তুতি
- দুঃশাসনের রক্তপাণে ভীমের প্রতিজ্ঞা
- বিদুর কর্ত্তৃক বিরোচন ও সুধম্বা ব্রাহ্মণের প্রসঙ্গ কথন
- দ্রৌপদীর অপমানে ভীমের ক্রোধ
- দুর্য্যোধনের ঊরুভঙ্গে ভীমের প্রতিজ্ঞা
- ধৃতরাষ্ট্র নিকটে দ্রৌপদীর বরলাভ
- কর্ণবাক্যে ভীমের ক্রোধ
- পাণ্ডবগণের ইন্দ্রপ্রস্থে প্রত্যাগমন
- যুধিষ্ঠিরাদির মুক্তি হেতু দুর্য্যোধনের বিষাদ
- পুনর্ব্বার দ্যূতক্রীড়া ও যুধিষ্ঠিরের পরাজয়
- কৌরব-বধে পাণ্ডবের প্রতিজ্ঞা
- পাণ্ডবদিগের বনবাস গমনোদযোগ
- দ্রৌপদীর বেশ দেখিয়া কুন্তীর বিলাপ
- যুধিষ্ঠিরাদির বন গমন ও ধৃতরাষ্ট্রের প্রশ্ন
- কুরু-সভায় নারদ মুনির আগমন