মহাভারত (বনপর্ব্ব ) -কাশীরাম দাস । Mahabharata (Vana Parva) By Kashiram Das

বইয়ের নাম – মহাভারত (বনপর্ব্ব ) ।
লিখেছেন – কাশীরাম দাস ।
বইয়ের ধরন – মহাকাব্য ।
ফাইল ফরম্যাট – PDF ।

মহাভারত (বনপর্ব্ব )
বনপর্ব্ব

আনুমানিক ষোড়শ-সপ্তদশ শতাব্দী বাঙালি কবি কাশীরাম দাস (কাশীদাস) সংস্কৃত মহাকাব্য মহাভারত বাংলা পদ্যে অনুবাদ করেছিলেন।এই মহাভারতই বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় মহাভারত ।

মহাভারত মহাকাব্য খুব বড় হওয়ার জন্য এখন মহাভারতের ১৮ টি পর্ব্ব কে ভাগ করে ১৮ টি বই তে দেওয়া হলো ।যাতে পড়তে সুবিধা হয় ।

০১.আদিপর্ব্ব
০২.সভাপর্ব্ব
০৩.বনপর্ব্ব
০৪.বিরাটপর্ব্ব
০৫.উদ্যোগপর্ব্ব
০৬.ভীষ্মপর্ব্ব
০৭.দ্রোণপর্ব্ব
০৮.কর্ণপর্ব্ব
০৯.শল্যপর্ব্ব
১০.গদাপর্ব্ব
১১.সৌপ্তিকপর্ব্ব
১২.ঐষিকপর্ব্ব
১৩.নারীপর্ব্ব
১৪.শান্তিপর্ব্ব
১৫.অশ্বমেধ পর্ব্ব
১৬.আশ্রমিক পর্ব্ব
১৭.মুষলপর্ব্ব
১৮.স্বর্গারোহণ পর্ব্ব

মহাভারতের সব বই একসাথে দেখতে এখানে কিল্ক করুন

এই মহাভারত (বনপর্ব্ব ) এ রয়েছে :-

  1. পাণ্ডবদিগের বনবাস গমনে প্রজাগণের খেদ
  2. যুধিষ্ঠিরের সূর্য্য আরাধনা ও বরলাভ
  3. ধৃতরাষ্ট্র কর্ত্তৃক বিদুরের অপমান ও যুধিষ্ঠিরের নিকটে বিদুরের গমন
  4. ধৃতরাষ্ট্র ও বিদুরের পুনর্মিলন এবং ধৃতরাষ্ট্রের প্রতি ব্যাসদেবের উপদেশ দান
  5. মৈত্রেয় মুনির আগমন ও দুর্য্যোধনকে অভিশাপ প্রদান
  6. কির্ম্মীর বধোপাখ্যান
  7. কাম্যকবনে পাণ্ডবদিগের নিকট শ্রীকৃষ্ণের আগমন
  8. শাল্ব দৈত্যের সহিত কামদেবের যুদ্ধ
  9. শ্রীকৃষ্ণ কর্ত্তৃক শাল্ব বধ
  10. শ্রীবৎস রাজার উপাখ্যান
  11. শ্রীবৎস রাজার সিংহাসন নির্ম্মাণ ও লক্ষ্মী, শনির সিংহাসনে উপবেশন
  12. শ্রীবৎস রাজার বিচার ও শনির কোপ
  13. শ্রীবৎস ও চিন্তার বনগমন
  14. শ্রীবৎসের প্রতি শনির বাক্য
  15. আকাশবাণী শ্রবণে শ্রীবৎস রাজার খেদোক্তি
  16. শ্রীবৎস রাজার কাঠুরিয়া আলয়ে স্থিতি
  17. বণিক কর্ত্তৃক চিন্তা হরণ
  18. শ্রীবৎস রাজার রোদন এবং চিন্তার অন্বেষণ
  19. সুরভি আশ্রমে শ্রীবৎস রাজার অবস্থিতি ও সদাগর কর্ত্তৃক নিগ্রহ
  20. শ্রীবৎস রাজর মালিনী আলয়ে অবস্থিতি
  21. শ্রীবৎস রাজার সহিত ভদ্রার বিবাহ
  22. শ্রীবৎস রাজার সহিত চিন্তাদেবীর মিলন
  23. স্বরূপ মূর্ত্তিতে শনির আবির্ভাব ও শ্রীবৎস রাজাকে বরদান
  24. দুই রাজ্ঞী সহ শ্রীবৎস রাজার স্বরাজ্যে গমন
  25. শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রস্থান
  26. পাণ্ডবগণে দ্বৈতবনে গমন ও মার্কণ্ডেয় মুনির আগমন
  27. দ্রৌপদীর খেদোক্তি
  28. যুধিষ্ঠির-দ্রৌপদী সংবাদ
  29. যুধিষ্ঠিরের প্রতি দ্রৌপদীর উক্তি
  30. যুধিষ্ঠিরের প্রতি ভীমের উক্তি
  31. ভীমের প্রতি যুধিষ্ঠিরের প্রবোধ বাক্য
  32. শিব আরাধনার্থ অর্জ্জুনের হিমালয়ে গমন
  33. কিরাতার্জ্জুনের যুদ্ধ ও অর্জ্জুনের পাশুপত অস্ত্র লাভ
  34. অর্জ্জুনের ইন্দ্রালয়ে গমন
  35. ইন্দ্রসভায় ঊর্ব্বশী প্রভৃতির নৃত্যগীত
  36. অর্জ্জুনের প্রতি ঊর্ব্বশীর অভিশাপ
  37. ইন্দ্রালয়ে লোমশ ঋষির আগমনইন্দ্রের নগরে পার্থ ইন্দ্রের সমান।
  38. পাণ্ডবের বিক্রম শ্রবণে ধৃতরাষ্ট্রের দুশ্চিন্তা
  39. অর্জ্জুনের নিমিত্ত পাণ্ডবদিগের আক্ষেপ
  40. নল রাজার উপাখ্যান
  41. দময়ন্তীর স্বয়ম্বর
  42. দময়ন্তীর নল বারণ
  43. নল ও পুষ্করের দ্যূতক্রীড়া
  44. নল-দময়ন্তীর বন গমন ও নলের দময়ন্তী ত্যাগ
  45. দময়ন্তীর সর্প গ্রাস হইতে মুক্তি ও ব্যাধকে অভিশাপে ভস্ম করণ
  46. দময়ন্তীর পতি অন্বেষণ ও সুবাহু-নগরে সৈরিন্ধ্রী বেশে অবস্থিতি
  47. কর্কোটক নাগের দংশনে নলের বিকৃতাকার
  48. ঋতুপর্ণালয়ে বাহুক নামে নল রাজার অবস্থিতি
  49. বিদর্ভ-ভূপতি ভীম কর্ত্তৃক নল দময়ন্তীর উদ্দেশে দ্বিজগণ প্রেরণ ও চেদিরাজ্যে দময়ন্তীর সন্ধান প্রাপ্তি
  50. দময়ন্তীর পিত্রালয়ে গমন
  51. দময়ন্তীর পুনঃ স্বয়ম্বর শ্রবণে ঋতুপর্ণের বিদর্ভ যাত্রা ও নলের দেহ হইতে কলি ত্যাগ
  52. ঋতুপর্ণ রাজার সহিত নলের বিদর্ভ নগরে প্রবেশ
  53. নলের সহিত দময়ন্তীর মিলন
  54. ঋতুপর্ণ রাজার স্বদেশ প্রত্যাগমন ও নলের পুনর্ব্বার রাজ্যপ্রাপ্তি
  55. জন্মেজয়ের বৈশম্পায়নকে কাম্যকবনস্থ পাণ্ডবগণের বৃত্তান্ত জিজ্ঞাসা
  56. যুধিষ্ঠিরের নিকট মহর্ষি নারদের আগমন ও তীর্থস্নানের আগমন ও র্তীর্থস্নানের ফল বর্ণন
  57. শ্রীতীর্থক্ষেত্র মাহাত্ম্য
  58. ইন্দ্রের আজ্ঞায় লোমশ মুনির কাম্যক বনে আগমন
  59. যুধিষ্ঠিরের তীর্থযাত্রা ও অগস্ত্যোপাখ্যান
  60. অগস্ত্যযাত্রার বিবরণ ও বিন্ধ্যাপর্ব্বতের দর্প চূর্ণ
  61. দধীচি মুনির অস্থিদান
  62. দধীচির অস্থিতে বজ্র নির্ম্মাণ ও ইন্দ্র কর্ত্তৃক বজ্রাঘাতে বৃত্রাসুর বধ
  63. অগস্ত্য মুনির সমুদ্র পান এবং দেবগণের যুদ্ধে অসুরদিগের নিধন
  64. সগর বংশোপাখ্যান এবং কপিলের শাপে সগর সন্তান ভস্ম হওন
  65. ভগীরথের ভূতলে গঙ্গা আনয়ন ও সগরবংশ উদ্ধার
  66. পরশুরামের দর্পচূর্ণ
  67. উশীনর রাজা ও শ্যেন কপোতের উপাখ্যান
  68. উশীনরের তৌল হওন ও স্বর্গে গমন
  69. ভীমের পদ্মান্বেষণে গমন ও হনূমানের সহিত সাক্ষাৎ
  70. যক্ষগণের সহিত ভীমের যুদ্ধ ও সুবর্ণ পদ্ম আহরণ
  71. ভীমান্বেষণে যুধিষ্ঠিরাদির যাত্রা
  72. জটাসুর বধ এবং পাশুবদিগের বদরিকাশ্রমে যাত্রা
  73. পাণ্ডবগণের বদরিকাশ্রম হইতে গন্ধমাদন পর্ব্বতে গমন
  74. ইন্দ্রালয়ে অর্জ্জুনের সপ্ত স্বর্গ দর্শনাথ যাত্রা
  75. নিবাতকবচ বধ
  76. অস্ত্রশিক্ষা করিয়া অর্জ্জুনের পুনর্ব্বার মর্ত্ত্যে আগমন
  77. যুধিষ্ঠিরের নিকট অর্জ্জুনের অস্ত্রলাভ বৃত্তান্ত কথন
  78. যুধিষ্ঠিরের নিকট ইন্দ্রাদি দেবগণের আগমন
  79. যুধিষ্ঠিরের ভ্রাতৃগণসহ কাম্যকবনে যাত্রা
  80. অজগর যুধিষ্ঠির প্রশ্নোত্তর
  81. দুর্য্যোধনের সপরিবারে প্রভাস তীর্থে যাত্রা
  82. দুর্য্যোধনের সৈন্য দর্শনে ভীমার্জ্জুনের রণসজ্জা ও যুধিষ্ঠিরের সান্ত্বনা
  83. দুর্য্যোধনের সৈন্যসহ চিত্রসন গন্ধর্ব্বের যুদ্ধ
  84. চিত্রসেন কর্ত্তৃক কুরুনারীগণ সহ দুর্য্যোধনকে বন্দীকরণে ও কুরুনারীগণের যুধিষ্ঠিরের সমীপে দূত প্রেরণ
  85. ধর্ম্মাজ্ঞায় ভীমার্জ্জুনের যুদ্ধযাত্রা এবং নারীগণের সহিত দুর্য্যোধনের মুক্তি
  86. দুর্য্যোধনের সপরিবারে স্বরাজ্যে প্রস্থান
  87. হস্তিনায় সশিষ্য সুর্ব্বাসার আগমন
  88. কাম্যক বনে যুধিষ্ঠিরের নিকট দুর্ব্বাসার আগমন
  89. যুধিষ্ঠিরের স্মরণে শ্রীকৃষ্ণের কাম্যক বনে আগমন
  90. দুর্ব্বাসার পারণ
  91. দুর্য্যোধনের মনোদুঃখ শ্রবণে কর্ণের প্রবোধ বাক্য
  92. দুর্য্যোধনের মন্ত্রণায় জয়দ্রথের দ্রৌপদী হরণে যাত্রা
  93. দ্রৌপদী হরণে ভীমহস্তে জয়দ্রথের অপমান
  94. জয়দ্রথের শিবারাধনায় যাত্রা
  95. হস্তিনায় জয়দ্রথের আগমন
  96. যুধিষ্ঠিরের নিকট মার্কণ্ডেয় মুনির আগমন
  97. জয়-বিজয়ের প্রতি ব্রাহ্মণের অভিশাপ
  98. হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুরূপে জয়-বিজয়ের মর্ত্ত্যে প্রথমবার জন্ম
  99. প্রহ্লাদ চরিত্র
  100. নৃসিংহাবতার ও হিরণ্যকশিপু বধ
  101. রাবণ ও কুম্ভকর্ণরূপে জয়-বিজয়ের মর্ত্ত্যে দ্বিতীয়বার জন্ম
  102. রাম-লক্ষ্মণরূপে বিষ্ণুর চারি অংশে মর্ত্ত্যে নররূপে জন্মগ্রহণ
  103. লক্ষ্মীরূপা সীতার জন্ম ও শ্রীরাম সহ বিবাহ
  104. শ্রীরামের অধিবাস ও বনবাস
  105. দশরথ শুনি তবে রামের প্রস্থান
  106. সীতা হরণ ও শ্রীরামের পঞ্চ বানর ও বিভীষণের সহিত মিলন
  107. শ্রীরামের লঙ্কায় প্রবেশ ও যুদ্ধ
  108. রাবণ বধ
  109. দন্তবনক্র ও শিশুপাল রূপে জয়-বিজয়ের তৃতীয়বার জন্ম
  110. সাবিত্রী উপাখ্যান
  111. সাবিত্রীর বুঝিয়া রাজা তনয়ার মন
  112. সত্যবানের মৃত্যু এবং যমের নিকট সাবিত্রীর বরপ্রাপ্তি
  113. সত্যবানের পুনর্জ্জীবন লাভ
  114. যুধিষ্ঠিরের কাম্যবন ত্যাগ এবং দ্রৌপদীর দর্প বিবরণ
  115. অকালে আম্রের বিবরণ ও দ্রৌপদীর দর্পচূর্ণ
  116. যুধিষ্ঠিরাদির শূরসেন বনে অবস্থিতি
  117. যুধিষ্ঠিরের পরীক্ষার্থে ধর্ম্মের মায়া-সরোবর সৃজন ও ভীমের জল অন্বেষণে গমন
  118. ভীমান্বেষণে অর্জ্জুনের গমন
  119. ভীমার্জ্জুনের অন্বেষনে নকুলের গমন
  120. ভীম, অর্জ্জুন ও নকুলের অন্বেষণে সহদেবের গমন
  121. ভীম, অর্জ্জুন, নকুল ও সহদেবের অন্বেষেণে দ্রৌপদীর গমন
  122. ভ্রাতৃগণ ও দ্রৌপদীর অন্বেষণে রাজা যুধিষ্ঠিরের গমন
  123. রাজা যুধিষ্ঠিরের বিলাপ
  124. যুধিষ্ঠিরের প্রতি ধর্ম্মের ছলনা
  125. ধর্ম্মের নিকট যুধিষ্ঠিরের বরলাভ ও কৃষ্ণাসহ চারি ভ্রাতার পুনর্জ্জীবন প্রাপ্তি
  126. ব্যাসদেবের আগমন এবং পাণ্ডবগণের অজ্ঞাতবাসের পরামর্শ

Leave a Comment